Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

ভাষা ও সংষ্কৃতি

আলমডাঙ্গা উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের উত্তরবঙ্গ, রাজশাহী অঞ্চলের বিভিন্ন উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। আলমডাঙ্গা উপজেলার আঞ্চলিক ভাষার সাথে নিকটস্থ কুষ্টিয়া জেলার ভাষার অনেকটা মিল রয়েছে। আলমডাঙ্গার মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে পদ্মা বিধৌত সংস্কৃতির ব্যাপক প্রভাব রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে আলমডাঙ্গার সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। সাংস্কৃতিক পরিমন্ডলে আলমডাঙ্গার অবদানও অনস্বীকার্য। আলমডাঙ্গা উপজেলায় রয়েছে অনেক মহতী গুনি বাউল ফকির ও শিল্পীদের মাজার।

 

সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী অনেক প্রতিষ্ঠানও উপজেলায় ভাষা ও সংস্কৃতি বিকাশে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সংখ্যায় অতি অল্প হলেও উপজেলায় ভাষা ও সংস্কৃতি বিকাশে তাদের অবদান অনস্বীকার্য।

 

যেসব সংস্কৃতি বিষয়ক সংস্থা আলমডাঙ্গায় কাজ করছে সেগুলো হলোঃ

    * আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা শিল্পগোষ্ঠী, আলমডাঙ্গা।
    *
উপজেলা শিল্পকলা একাডেমী, আলমডাঙ্গা

    * পয়স্তী সাহিত্য ও সংস্কৃতি পরিষদ

    * আলমডাঙ্গা সাহিত্য পরিষদ

    * আলমডাঙ্গা আবৃত্তি পরিষদ

    * মাটি সাংস্কৃতিক গোষ্ঠী

    * মনোবেনু গোষ্ঠী

 

এই উপজেলায় ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিবর্গের নামঃ

    * শিল্পী রইচ উদ্দীন

    * বাউল কবি ফকির আবু বাক্কা শাহ্

    * আ.ফ.ম. সিরাজ সামজী

    * খ. হামিদুল ইসলাম আজম

    * ওমর আলী মাষ্টার

    * আলম জাকারিয়া

    * পিন্টু রহমান

    * আসিফ জাহান

    * আতিকুর রহমান ফরায়েজী

    * মোস্তাফিজুর রহমান ফরায়েজী

    * এইচ. আর . জীবন

    * রাহিম আজিমুল

    * এম.এ কুদ্দুস