Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

আলমডাঙ্গা রেলওয়ে ষ্টেশন

এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতলভবন বিশিষ্ট একটি রেলওয়ে ষ্টেশন। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যা আজ শুধু স্টেশন বলে পরিচিত তা মূলতঃ নীলকর ইংরেজদের একটি কুঠি । এখান থেকে তারা এ অঞ্চলের নীলচাষের পরিকল্পনা ও পরিচালনা করতো । ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব। নীচ তলার কামড়া গুলো ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা । এই কামরা গুলো এমন ভাবে নির্মিত যে, তার ভেতর আলো, বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারতো না । যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নীচ তলায় আটকিয়ে রাখা হতো এবং প্রয়োজনবোধে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো । আজকের ‘‘রেলওয়ে স্টেশন’’ নামে পরিচিত সেদিনের এই নীলকুঠিতে জানা-অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে । এই রেল স্টেশন ভবনে সংঘঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি জনপদকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাময় অতীতকে। এ ষ্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে যার কারনে আলমডাঙ্গা বাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো আলমডাঙ্গা রেলওয়ে ষ্টেশন।