Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী।

 

উপজেলাঃ   আলমডাঙ্গা।                                                                                                          জেলাঃ চুয়াডাঙ্গা।

স্থানঃ        উপজেলা পরিষদ সভা কক্ষ।

 

তারিখঃ     ৩১/০৭/২০১৩ খ্রিঃ।                                                                                                সময়ঃ সকাল ১১-০০ ঘটিকা।

 

সভাপতিঃডাঃ মুহাম্মাদ হুমায়ূন কবীর

চেয়ারম্যান ,উপজেলা পরিষদ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

 

 

 

সভাপতি মহান অবল্লাহ পাকের শুকরিয়া আদায় করে উপস্থিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভার কার্য শুরত করেন।  অতঃপর নিমনবর্ণিত আলোচনা ও সিদ্ধামত্মসমূহ গৃহীত হয়ঃ

 

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

১। সভায় গত সভার কার্যবিবরণী  পাঠ করা হয় ।

 

 

 

 

১। প্রস্ত্ততকৃত কার্যবিবরণীর কোন সংশোধন/সংযোজন/ বিয়োজন না থাকায় সর্বসম্মতিক্রমে দৃঢ়করণের  সিদ্ধামত্ম  হলো।

১।উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা।

 

 

 ২। সভায় জানানো হয় যে, মে মাসের সভার সিদ্ধামত্ম মোতাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের  ডেক্সটপ, ল্যাপটপ ও অন্যান্য মালামামল ক্রয়ের জন্য উপজেলা পরিষদ হতে ১লাখ টাকা করে দু’জনে দু’ লাখ  টাকা উত্তোলন করেছেন । ইতোমধ্যে পুরম্নষ ভাইস চেয়ারম্যান ১টি ল্যাপটপ ও ১টি মডেম ক্রয় করে অফিসে জমা দিয়েছেন। কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান কোন মালামাল ক্রয় করেননি । এ বিষয়ে আলোচনায় মাননীয় এমপি মহোদয় বলেন, আগামী  ৭(সাত) দিনের মধ্যে ডেক্সটপ, ল্যাপটপ ও অন্যান্য মালামামল ক্রয় করে অফিসে দাখিল করতে হবে।

 আগামী  ৭(সাত) দিনের মধ্যে ডেক্সটপ, ল্যাপটপ ও অন্যান্য মালামামল ক্রয় করে অফিসে দাখিল করতে হবে।

 ভাইস চেয়ারম্যান           ও মহিলা ভাইস চেয়ারম্যান।

৩। সভায় জানানো হয়, উপজেলায় আনসার ভিডিপি ব্যাংক করার জন্য সংশিস্নষ্ট ব্যাংকের  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পরিষদের কক্ষ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সভায় আলোচনামেত্ম জানানো হয়, বর্তমানে কোন কক্ষ খালি নেই। তবে সুযোগ হলে বিবেচনা করা হবে।

বর্তমানে উপজেলা পরিষদের  কোন কক্ষ খালি না থাকায় পরবর্তীতে সুযোগ হলে বিবেচনা করা হবে।

১।উপজেলা  নির্বাহী অফিসার, আলমডাঙ্গা।

 

৪। উপজেলা প্রকৌশলী  বলেন যে,  উপজেলা পরিষদের পানি সরবরাহের পাম্প মেশিন নষ্ট হয়ে যাওয়ায় জনস্বার্থে জরম্নরীভাবে মেরামত করা হয়েছে। মেরামত বাবদ সর্বমোট ২৪,৯৫০/= টাকা ব্যয় হয়েছে। তিনি উপজেলা পরিষদ তহবিল হতে ব্যয় অনুমোদনের জন্য অনুরোধ জানান।

উপজেলা পরিষদের পানি সরবরাহের পাম্প মেরামত বাবদ সর্বমোট ২৪,৯৫০/= টাকা ব্যয় অনুমোদন করা হলো।

১।উপজেলা  নির্বাহী অফিসার, আলমডাঙ্গা।

 

৫। উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষি খাতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু কৃষি পুরষ্কার এর জন্য নির্ধারিত ফরমে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে । যোগ্য কোন ব্যক্তি থাকলে ফরম পূরণ করে আবেদন করতে পারেন।  উপজেলা কৃষি অফিসার আরো বলেন, ফলদ বৃক্ষ মেলা  কতে যেয়ে নির্ধারিত বরাদ্দের চেয়ে অতিরিক্ত ১৮,৫০০/= ব্যয় হয়েছে।  তিনি উপজেলা পরিষদ হতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ করেন।

উপজেলা পরিষদ হতে উপজেলা কৃষি অফিসারের অনুকুলে ফলদ বৃক্ষ মেলার অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য ১৮,৫০০/= টাকা প্রদান করতে হবে।

১।উপজেলা  নির্বাহী অফিসার, আলমডাঙ্গা।

 

৬। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার বলেন, চলতি ২০১৩-১৪ অর্থ বছরে এখন পর্যমত্ম কাবিখা ,টিআর ও ৪০ দিনেরকর্মসূচীর আওতায় কোন বরাদ্দ পাওয়া যায়নি। গত বছরের সমাপনী হিসাব প্রেরণ করা হয়েছে।

বরাদ্দ পাওয়া গেলে যথাযথভাবে প্রকল্প গ্রহণ করতে হবে।

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার।

৭।  উপজেলা মৎস্য অফিসার বলেন, মাছে ফরমালিন পরীক্ষার জন্য এ উপজেলায় কোন কিটস নেই। তিনি বা©র্র্ষক উন্নয়ন কর্মসূচীর মৎস্য ও পশু পালন খাত হতে একটি কিটস ক্রয়ের প্রকল্প গ্রহণের জন্য অনুরোধ জানান।

এডিপি’র বরাদ্দ পাওয়া গেলে কিটস ক্রয়ের প্রকল্প গ্রহণ করা হবে।

১।উপজেলা  প্রকৌশলী, আলমডাঙ্গা।

 

৮।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বলেন, আলমডাঙ্গার স্বাস্থ্য কমপেস্নক্স ৫০ বেডে  উন্নীত করণের জন্য উদ্বোধণ করা হয়েছে কিন্তু অদ্যাবধি জনবল ও বরাদ্দ পাওয়া যায়নি। তিনি এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষন করেন। তিনি আরো বলেন, কোথাও ডাইরিয়ার প্রকোপ দেখা দিলে দ্রম্নত খবর পাওয়া গেলে জরম্নরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাইরিয়া ও আর্সেনিক প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১।উপজেলা  স্বাস্থ ও পঃপঃ অফিসার, আলমডাঙ্গা।

 

৯। উপজেলা মহিলা বিষয়ক অফিসার বলেন,ঈদের আগেই ভিজিডি’র মাল বিতরণ শেষ করতে হবে। সে লক্ষক্ষ্য ডিও দেয়া হচ্ছে। তিনি ইউপি চেয়ারম্যানদের ডিও গ্রহণের জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, এ অর্থ বছরে কার্ড প্রতি ৩০ কেজি হারে ৪মাস চাল ও বাকী ৮ মাস গম প্রদান করা হবে।

 ভজিডি’র ডিও গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানদে অনুরোধ করা হয় ।

 চেয়ারম্যান ইউপি (সকল) ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার।

 

১০। উপজেলা সমবায় অফিসার বলেন, নতিডাঙ্গা  আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঋণ বিতরণের জন্য  ১৬,০০,০০০/= টাকা বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু ঘর বরাদ্দ রেজিষ্ট্রেশন না হওয়ায় সমিতি গঠন করা সম্ভব হচ্ছে না। তিনি উপকার ভোগীদের  ঘর বরাদ্দ রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

নতিডাঙ্গা  আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঘর বরাদ্দ রেজিষ্ট্রেশন করতে হবে।

উপজেলা  নির্বাহী অফিসার, আলমডাঙ্গা।

 

১১। উপজেলা শিক্ষা অফিসার বলেন, বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। ঈদের পরে উপজেলা পর্যায়ের খেলা  অনুষ্ঠিত হবে। তিনি সকলকে এ খেলায় সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

উপজেলা শিক্ষা আলমডাঙ্গা।

১২।  উপজেলা সমাজ সেবা  অফিসার বলেন, গত ২০১২-১৩ অর্থ বছরের জুন’১৩ পর্যমত্ম ( ৪র্থ কিসিত্ম) সকল ভাতা কার্যক্রমের অর্থ বরাদ্দ পাওয়া গেছে এবং বিতরণ অব্যাহত আছে। তিনি আরো জানান যে, আলমডাঙ্গা একটি বৃহত্তর উপজেলা । এখানে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভাতা কার্যক্রম ১০টি ব্যাংকের মাধ্যমে  সম্পন্ন করা হয়। ভাতাভোগীদের সুবিধার্থে যে সমসত্ম ইউনিয়নে ব্যাংক থাকা সত্বেও দূরবর্তী ইউনিয়নের ব্যাংক হতে ভাতা  উত্তোলন করে থাকে , সে সমসত্ম ইউনিয়নের ব্যাংকে ভাতা কার্যক্রম স্থানামত্মর করলে ভাতাভোগীরা সহজে যাতায়াত ও ভাতা  গ্রহণ করতে পারেন। এ বিষয়ে তিনি সভায়  সকলের মতামত জানতে চান।

 এ বিষয়ে আলোচনামেত্ম ভাতাভোগীদের সুযোগ সুবিধা  বিবেচনায় নিকটতম ব্যাংক হতে যাতে  ভাতাভোগীরা ভাতা  গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সমাজ সেবা অফিসারকে অনুরোধ করা হয়।

উপজেলা সমাজ সেবা অফিসার, আলমডাঙ্গা।

১৩। উপজেলা রাজস্ব তহবিলে বরাদ্দ প্রাপ্ত ৫৫,০০,০০০/=টাকা উপজেলা উন্নয়ন তহবিলে স্থানামত্মর ও প্রকল্প গ্রহণ প্রসঙ্গেঃ এ বিষয়ে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার জানান যে, উপজেলা পরিষদের মূল ভবন ও পুরাতন ভবন খুবই জরাজির্ণ অবস্থায় আছে। উপজেলা পরিষদের সভাকক্ষসহ দোতলার সমসত্ম কক্ষ মেরামত করা প্রয়োজন। আলোচনায় জানানো হয় যে, প্রাপ্ত ৫৫,০০,০০০/=টাকা যথাযথভাবে কাজ করতে হবে। প্রাথমিক পর্যায়ে ১৫টি ইউনিয়নে ১৫টি ১,০০,০০০/=টাকার প্রকল্প , উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ মেরামতের জন্য ১,০০,০০০/=টাকা, উপজেলা পরিষদ মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্নের জন্য ১,০০,০০০/=টাকা ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন মেরামতের জন্য ১,০০,০০০/=টাকা বরাদ্দের সিদ্ধামত্ম হয়।

প্রাপ্ত ৫৫,০০,০০০/= টাকায় প্রাথমিক পর্যায়ে ১৫টি ইউনিয়নে ১৫টি ১,০০,০০০/=টাকার প্রকল্প , উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ মেরামতের জন্য ১,০০,০০০/=টাকা, উপজেলা পরিষদ মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্নের জন্য ১,০০,০০০/=টাকা ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন মেরামতের জন্য ১,০০,০০০/=টাকা বরাদ্দের সিদ্ধামত্ম হয়।

উপজেলা প্রকৌশলী, আলমডাঙ্গা ।

১৪। সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বলেন, এ উপজেলার পোয়ামারী  রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে  প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদানের বিষয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে সিদ্ধামত্ম গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কমিটির সভা করা প্রয়োজন।

উপজেলা শিক্ষা অফিসারকে উপজেলা শিক্ষা কমিটির সভা আহবান করতে হবে।

উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা।

১৫। মাননীয় এমপি মহোদয় বলেন, সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একে অপরের প্রতি বিদ্বেষপোষন ও হিংসাত্মক মনোভাব না নিয়ে সকলের প্রতি সহানুভুতি দেখিয়ে উন্নয়ন কাজ তরান্বিত করতে হবে। তিনি বলেন, সভায় শুধু সিদ্ধামত্ম গ্রহণ করলেই হবে না। সভার সিদ্ধামত্ম বাসত্মবায়ন করতে হবে এবং আগামী সভায় জবাবদিহি করতে হবে।

সভার সিদ্ধামত্ম বাসত্মবায়ন করতে হবে এবং আগামী সভায় জবাবদিহি করতে হবে।

সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান , আলমডাঙ্গা।

 

 

অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

(ডাঃ মুহাম্মাদ হুমায়ূন কবীর)

সভাপতি ওচেয়ারম্যান

উপজেলা পরিষদ

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

 

 

স্মারক নংঃ- ০৫.৪৪.১৮০৭.০০০.০৬.০০১.১৩-                                        তারিখঃ-       / ০৬/২০১৩ খ্রিঃ।

 

 

অনুলিপি সদয় অবগতির জন্যঃ-

 

১।       মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১।

২।       মন্ত্রিপরিষদ সচিব , মন্ত্রিপরিষদ  বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩।      বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ, খুলনা।

৫।       জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।

৬।      চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলমডাঙ্গা।

          অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যঃ-

৭।       ভাইস চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান (মহিলা ), উপজেলা পরিষদ, আলমডাঙ্গা।

৮-২২।  চেয়ারম্যান, ভাংবাড়ীয়া, হারদী, কুমারী, বাড়াদী, গাংনী, খাদিমপুর, জেহালা, বেলগাছি, ডাউকী, জামজামী, নাগদাহ, খাসকররা , কালিদাসপুর, চিৎলা ও আইলহাস ইউ,পি আলমডাঙ্গা।

২৩-৪০। উপজেলা .........................................................কর্মকর্তা, আলমডাঙ্গা।

 

 

 

  (আনজুমান আরা)

 উপজেলা নির্বাহী অফিসার

 

 

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

 

 

 

 

 

 

উপস্থিত সদস্যদের স্বাক্ষর সম্বলিত তালিকা পরিশিষ্ট-‘‘ ক ’’

 

ক্রঃনং

নাম

                    পদবী

স্বাক্ষর

০১।

জনাব মোঃ আবুল আমিন

উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ),আলমডাঙ্গা।

স্বাক্ষরিত

০২।

জনাব মোঃ দেলোয়ার হোসেন

ভাইস চেয়ারম্যান

’’

০৩।

জনাব পারম্নলা খাতুন রাবেয়া

ভাইস চেয়ারম্যান ( মহিলা)

’’

০৪।

জনাব মোঃ সানোয়ার হোসেন লাড্ডু

চেয়ারম্যান, ভাংবাড়ীয়া ইউপি

’’

০৫।

জনাব  মোঃ নূরম্নল ইসলাম

চেয়ারম্যান, হারদী ইউ,পি

’’

 

জনাব মোঃ তবারক হোসেন

চেয়ারম্যান, বাড়াদী ই্উপি

 

০৬।

জনাব মোঃ রেজাউর রহমান

চেয়ারম্যান, গাংনী ইউপি

’’

০৭।

জনাব শাহজালাল বিশ্বাস

চেয়ারম্যান ,খাদিমপুর ইউপি

’’

০৮।

জনাব মোঃ আভমনুল হক

চেয়ারম্যান, জেহালা  ইঊপি

’’

০৯।

জনাব মোঃ ইউসুফ আলী

চেয়ারম্যান, ডাউকী ইউপি

’’

১০।

জনাব মোঃ দারম্নস সালাম

চেয়ারম্যান, নাগদাহ ইউপি

’’

 

জনাব মোঃ মোসত্মাফিজুর রহমান

 চেয়ারম্যান, খাসকররা ইউপি

 

১১।

জনাব মোহাঃ মিনাজ উদ্দীন বিশ্বাস

চেয়ারম্যান, আইলহাস ইউপি

’’

১২।

জনাব ডাঃ আবু মোঃ জহুরম্নল ইসলাম

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ অফিসার

’’

১৩।

জনাব এ কে এম হাসিবুল হাসান

ড~পজেলা কৃষি  অফিসৎর

’’

১৪।

জনাব ডাঃ এস এম জিলস্নুুর রহমান

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা

’’

১৫।

জনাব মোঃ মনির উদ্দীন মোলস্না

অফিসার ইন চার্জ, আলমডাঙ্গা থানা।

’’

১৬।

জনাব দীনেশ চন্দ্র পাল

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

’’

১৭।

জনাব মোঃ আবু তালেব

উপজেরা সমাজ সেবা অফিসার

’’

১৮।

জনাব মোঃ মিজানুর রহমান

উপজেলা প্রকল্প বাসত্ম বায়ন অফিসার

’’

১৯।

জনাব আব্দুস সাত্তার

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

’’

২০।

জনাব হোসনে আরা বেগম

 উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার

’’

২১।

জনাব মোঃ জাকির হোসেন

উপরজলা যুব উন্নয়ন অফিসার

’’

২২।

জনাব আশরাফুর রহমান

উপ-সহকারী প্রকৌশলী জনস্বাসহ্য

’’

২৩।

জনাব নুরে সফুরা ফেরদোস

উপজেলা মহিলা বিষয়ক অফিসার

’’

২৪।

জনাব মোঃ আবু তাহের

ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার

’’

২৫।

জনাব আ:ক:ম: হারম্নন অর রশীদ

 উপজেলা পাট উন্নয়ন অফিসার

’’

২৬।

জনাব মোঃ শামসুল আলম

পক্ষক্ষ উপজেলা পরিসংখ্যান অফিসার

’’

২৭|

চায়না খাতুন

পক্ষক্ষ উপজেলা আনসার ভিডিপি অফিসার