Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আলমডাঙ্গা উপজেলার পটভূমি

উপজেলার নামকরণ: আলমডাঙ্গা উপজেলার নামকরণ নিয়ে তেমন কোন নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায় না। স্থানীয় প্রবীণ ও জ্ঞানী ব্যক্তিদের সংগে আলাপচারিতায় এ উপজেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরণের তথ্য পাওয়া যায়।  তবে কথিত আছে যে, একদা আলম ফকির নামে একজন কামেল সাধক ইতিহাস প্রসিদ্ধ কুমার নদী সাঁতরিয়ে ডাঙ্গায় উঠে আলমডাঙ্গার উপকন্ঠে তাঁর আস্তানা গড়ে তোলেন। সেই থেকে ঐ সাধকের নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয় “আলমডাঙ্গা”। বিভিন্ন সময়ে আলমডাঙ্গা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়। কালের পরিক্রমায় এটি থানা এবং পর্যায়ক্রমে উপজেলা হিসেবে ঘোষিত হয়।

 

 

উপজেলার ভৌগলিক অবস্থান: অক্ষাংশ ও দ্রাঘিমাংশ- আলমডাঙ্গা উপজেলা ২৩°৩৭' উত্তর অক্ষাংশ থেকে ২৩°৫০' উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৭' পূর্ব দ্রাঘিমা থেকে ৮৯°০০' পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত।